আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭৮৬
অধ্যায়ঃ হজ্জ
তওয়াফ, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীকে স্পর্শ করার প্রতি উৎসাহ দান ও দু'টির ফযীলত প্রসঙ্গ, মাকামে ইবরাহীম ও বায়তুল্লাহয় প্রবেশের ফযীলত
১৭৮৬. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ একদা হাজরে আসওয়াদের সম্মুখে আসলেন। তারপর তাঁর পবিত্র ওষ্ঠদ্বয় এর উপর রেখে দীর্ঘক্ষণ ধরে কাঁদতে থাকলেন। হঠাৎ পিছনদিকে তাকিয়ে দেখলেন উমর (রা)-ও কাঁদছেন। তিনি তখন বললেন, হে উমর। এটিই অশ্রুপাত করার উপযুক্ত স্থান।
(হাদীসটি ইবন মাজাহ এবং ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করে সহীহ বলে মন্তব্য করেছেন। এ সূত্রেই বায়হাকীও বর্ণনা করেছেন এবং তিনি এও বলেছেন যে, মুহাম্মদ ইবন আউন এককভাবে এটি বর্ণনা করেছেন।(হাফিয বলেন): মুহাম্মদ ইবন আউন সূত্রেই আমরা এ হাদীসটি চিনি। অথচ তিনি একজন পরিত্যক্ত রাবী।)
(হাদীসটি ইবন মাজাহ এবং ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করে সহীহ বলে মন্তব্য করেছেন। এ সূত্রেই বায়হাকীও বর্ণনা করেছেন এবং তিনি এও বলেছেন যে, মুহাম্মদ ইবন আউন এককভাবে এটি বর্ণনা করেছেন।(হাফিয বলেন): মুহাম্মদ ইবন আউন সূত্রেই আমরা এ হাদীসটি চিনি। অথচ তিনি একজন পরিত্যক্ত রাবী।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الطّواف واستلام الْحجر الْأسود والركن الْيَمَانِيّ وَمَا جَاءَ فِي فضلهما وَفضل الْمقَام وَدخُول الْبَيْت
1786- وعن ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ اسْتَقْبَلَ رَسُولُ الله ﷺ الْحَجَرَ، ثُمَّ وَضَعَ شَفَتَيْه علَيْهِ يبكي طويلاً، ثم التفت فإذا هو بعمر بن الخطاب يبكي فَقَالَ يَا عُمَرُ ههنَا تُسكب العبرات .
رواه ابن ماجه وابن خزيمة في صحيحه، والحاكم وصححه، ومن طريقه البيهقي ، وقال . تفرد به محمد بن عون
قال الحافظ : ولا تعرفه الا من حديثه، وهو متروك .
رواه ابن ماجه وابن خزيمة في صحيحه، والحاكم وصححه، ومن طريقه البيهقي ، وقال . تفرد به محمد بن عون
قال الحافظ : ولا تعرفه الا من حديثه، وهو متروك .