আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৮৫
অধ্যায়ঃ হজ্জ
তওয়াফ, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীকে স্পর্শ করার প্রতি উৎসাহ দান ও দু'টির ফযীলত প্রসঙ্গ, মাকামে ইবরাহীম ও বায়তুল্লাহয় প্রবেশের ফযীলত
১৭৮৫. বায়হাকীরই অপর এক বর্ণনায় মারফু' সূত্রে উল্লেখিত হয়েছে যে, জাহিলিয়্যাতের অপবিত্রতা যদি একে স্পর্শ না করত, তাহলে কোন বিকলাঙ্গ ব্যক্তি একে স্পর্শ করবে সুস্থ হয়ে যেত। আর পৃথিবীতে এটি ছাড়া জান্নাতের আর কোন বস্তু নেই।
كتاب الْحَج
التَّرْغِيب فِي الطّواف واستلام الْحجر الْأسود والركن الْيَمَانِيّ وَمَا جَاءَ فِي فضلهما وَفضل الْمقَام وَدخُول الْبَيْت
1785- وَفِي أُخْرَى لَهُ رَضِي الله عَنهُ أَيْضا رَفعه قَالَ لَوْلَا مَا مَسّه من أنجاس الْجَاهِلِيَّة مَا مَسّه ذُو عاهة إِلَّا شفي وَمَا على الأَرْض شَيْء من الْجنَّة غَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান