আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৮৪
অধ্যায়ঃ হজ্জ
তওয়াফ, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীকে স্পর্শ করার প্রতি উৎসাহ দান ও দু'টির ফযীলত প্রসঙ্গ, মাকামে ইবরাহীম ও বায়তুল্লাহয় প্রবেশের ফযীলত
১৭৮৪. বায়হাকীর অপর এক বর্ণনায় রয়েছে: হাজরে আসওয়াদ ও মাকামে ইবরাহীম জান্নাতের চুণি বিশেষ। আদম সন্তানের পাপরাশি যদি এটিকে স্পর্শ না করত তাহলে এটি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলোকোজ্জ্বল করে রাখত এবং কোন বিকলাঙ্গ ও রোগী এ দু'টিকে স্পর্শ করলে সুস্থ হয়ে যেত।
كتاب الْحَج
التَّرْغِيب فِي الطّواف واستلام الْحجر الْأسود والركن الْيَمَانِيّ وَمَا جَاءَ فِي فضلهما وَفضل الْمقَام وَدخُول الْبَيْت
1784- وَفِي رِوَايَة للبيهقي قَالَ إِن الرُّكْن وَالْمقَام من ياقوت الْجنَّة وَلَوْلَا مَا مَسّه من خَطَايَا بني آدم لأضاء مَا بَين الْمشرق وَالْمغْرب وَمَا مسهما من ذِي عاهة وَلَا سقيم إِلَّا شفي
tahqiqতাহকীক:তাহকীক চলমান