আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১১০৭
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১০৭. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: ইসলামের বুনিয়াদ পাঁচটি বস্তুর উপর প্রতিষ্ঠিত। তা হল: ১. আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ আল্লাহর বান্দা ও তাঁর রাসূল- এই কথার সাক্ষ্য দেওয়া, ২. সালাত কায়েম করা, ৩. যাকাত আদায় করা, ৪. বায়তুল্লাহ শরীফে হজ্জ পালন করা এবং ৫. রমযানের সিয়াম পালন করা।
(বুখারী, মুসলিম ও অপরাপর হাদীস গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
(বুখারী, মুসলিম ও অপরাপর হাদীস গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب الصَّدقَات:
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1108- عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بني الْإِسْلَام على خمس شَهَادَة أَن لَا إِلَه إِلَّا الله وَأَن مُحَمَّدًا عَبده وَرَسُوله وإقام الصَّلَاة وإيتاء الزَّكَاة
وَحج الْبَيْت وَصَوْم رَمَضَان
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا
وَحج الْبَيْت وَصَوْم رَمَضَان
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا
