আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫২০
অধ্যায়ঃ নামাজ
মহিলাদের নিজ ঘরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা এবং ঘর থেকে তাদের বেরুবার প্রতি ভীতি প্রদর্শন
৫২০. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকেই বর্ণিত। তিনি বলেনঃ মহিলাদের তাদের ঘরের মধ্যকার প্রকোষ্ঠে সালাত আদায় আল্লাহর কাছে সর্বাধিক পসন্দনীয়।
(তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
ترغيب النِّسَاء فِي الصَّلَاة فِي بُيُوتهنَّ ولزومها وترهيبهن من الْخُرُوج مِنْهَا
520 - وعنه أيضاً رضي الله عنه قال: ما صلت امرأةٌ من صلاةٍ أحب إلى الله من أشد مكان في بيتها ظلمة. رواه الطبراني في الكبير.
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫২০ | মুসলিম বাংলা