আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫১৯
অধ্যায়ঃ নামাজ
মহিলাদের নিজ ঘরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা এবং ঘর থেকে তাদের বেরুবার প্রতি ভীতি প্রদর্শন
৫১৯. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ নারী সমাজ গুপ্ত।কাজেই সে যখন বের হয়, তখন শয়তান তার প্রতি উকি মারে।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, হাদীসটি হাসান-সহীহ-গরীব। ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে এই হাদীসখানা বর্ণনা করেন। তবে তাঁরা আরো বলেনঃ "আল্লাহর দৃষ্টিতে মহিলাদের জন্য অধিক নৈকট্য লাভের স্থান হল তাদের ঘরের নির্জন প্রকোষ্ঠ।)
كتاب الصَّلَاة
ترغيب النِّسَاء فِي الصَّلَاة فِي بُيُوتهنَّ ولزومها وترهيبهن من الْخُرُوج مِنْهَا
519 - وَعنهُ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْمَرْأَة عَورَة فَإِذا خرجت استشرفها الشَّيْطَان
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح غَرِيب وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا بِلَفْظِهِ وَزَاد وَأقرب مَا تكون من وَجه رَبهَا وَهِي فِي قَعْر بَيتهَا
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫১৯ | মুসলিম বাংলা