আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ২১৮
অধ্যায়ঃ ইলেম
ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২১৮. হযরত আবূ বারযা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: যে ব্যক্তি লোকদের সুশিক্ষা দেয় অথচ নিজকে ভুলে যায়, তার দৃষ্টান্ত হচ্ছে প্রদীপের ঐ সলিতার মতো যা লোকজনকে আলো দান করে অথচ নিজকে জ্বালিয়ে বিলীন করে দেয়।
(ইমাম বাযযার হাদীসটি রিওয়ায়াত করেছেন)
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
218 - وَرُوِيَ عَن أبي بَرزَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مثل الَّذِي يعلم النَّاس الْخَيْر وينسى نَفسه مثل الفتيلة تضيء على النَّاس وَتحرق نَفسهَا
رَوَاهُ الْبَزَّار
tahqiqতাহকীক:তাহকীক চলমান