আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ২১৭
অধ্যায়ঃ ইলেম
ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২১৭. হযরত মু'আয ইবন জাবাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে তাঁর বায়তুল্লাহ তাওয়াফরত অবস্থায় সামনে পড়ে গেলাম। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি কে? রাসূলুল্লাহ্ (সা) বললেন, হে আল্লাহ্! (আমাদের) ক্ষমা কর। অতঃপর বললেন, তুমি উত্কৃষ্ট (লোক) সম্পর্কে জিজ্ঞেস কর, নিকৃষ্ট লোক সম্পর্কে জিজ্ঞেস কর না। লোকদের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট লোক হল, নিকৃষ্ট আলিম বা জ্ঞানপাপী লোকেরা।
(হাদীসটি ইমাম বাযযার বর্ণনা করেন, তাঁর সনদে জলীল ইব্‌ন মুররা নামে একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন। হাদীসটি গরীব পর্যায়ের।)
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
217 - وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ قَالَ تعرضت أَو تصديت لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ يطوف بِالْبَيْتِ فَقلت يَا رَسُول الله أَي النَّاس شَرّ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اللَّهُمَّ غفرا سل عَن الْخَيْر وَلَا تسْأَل عَن الشَّرّ شرار النَّاس شرار الْعلمَاء فِي النَّاس
رَوَاهُ الْبَزَّار وَفِيه الْجَلِيل بن مرّة وَهُوَ حَدِيث غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান