আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ২১৬
অধ্যায়ঃ ইলেম
ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২১৬. লুকমান ইব্ন আমির (র) থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত আবুদ-দারদা (রা) বলতেন আমি এ ব্যাপারে অধিকতর ভীত যে, কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির সম্মুখে আমার প্রতিপালক আমাকে বলবেন যে, 'হে 'উয়ায়মির', আমি বলব: হে আমার প্রতিপালক। আমি আপনার খিদমতে হাযির। অতঃপর তিনি বলবেন: তুমি যা জানতে, সেমতে কতটুকু আমল করেছ?
(ইমাম বায়হাকী হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
(ইমাম বায়হাকী হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
216 - وَعَن لُقْمَان يَعْنِي ابْن عَامر قَالَ كَانَ أَبُو الدَّرْدَاء رَضِي الله عَنهُ يَقُول إِنَّمَا أخْشَى من رَبِّي يَوْم الْقِيَامَة أَن يدعوني على رُؤُوس الْخَلَائق فَيَقُول لي يَا عُوَيْمِر فَأَقُول لبيْك رب فَيَقُول مَا عملت فِيمَا علمت رَوَاهُ الْبَيْهَقِيّ