আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৮৬
অধ্যায়ঃ ইলেম
গায়রুল্লাহর উদ্দেশ্যে ইলম অর্জনের প্রতি ভীতি প্রদর্শন
১৮৬. হযরত ইব্ন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: তোমাদের কী (করুণ অবস্থা) হবে যখন ফিতনা তোমাদেরকে পরিবেষ্টন করে রাখবে। ছোটরা তারই মধ্যে বড় হবে এবং বড়রা বৃদ্ধ হবে এবং বিদআতের পথ অবলম্বন করা হবে। কদাচিত তা দূরীভূত হলেও বলা হবে, এটা গ্রহণযোগ্য নয়। জনৈক প্রশ্নকারী জিজ্ঞাসা করলেন, এ রকম কখন হবে? তিনি বললেনঃ যখন আমানতদার লোকের সংখ্যা কম হবে, আমীর-উমরার আধিক্য ঘটবে, ফকীহ (ধর্মীয় বিষয়ে পণ্ডিত)-দের সংখ্যা কম হবে, তোমাদের মধ্যে লেখাপড়া জানা লোকের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আখিরাতের আমল দ্বারা দুনিয়াই উদ্দিষ্ট হবে।
(ইমাম আবদুর রাযযাক তাঁর গ্রন্থে মাওকুফ সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْعلم
التَّرْهِيب من تعلم الْعلم لغير وَجه الله تَعَالَى
186 - وعن أبن مسعود رضي الله عنه أنه قال: كيف بكم إذا لبستكم فتنة يربو فيها الصغير، ويهرم فيها الكبير، وتتخذ سنة، فإن غيرت يوما، قيل هذا منكر. قال ومتى ذلك؟ قال إذا قلت أُمناؤُكُمْ، وكثرت أمراؤُكم، وقَلَّت فقهاءُكم، وكثرت قُرَّاؤُكُمْ، وتفقه لغير الدين، والتمست الدنيا بعمل الآخرة.
رواه عبد الرزاق في كتابه موقوفاً.