আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৮৫
অধ্যায়ঃ ইলেম
গায়রুল্লাহর উদ্দেশ্যে ইলম অর্জনের প্রতি ভীতি প্রদর্শন
১৮৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি লোকের অন্তর তার প্রতি আকৃষ্ট করার বা মানুষের মনোরঞ্জনের উদ্দেশ্য বাক্যবাগীশির ইলম অর্জন করে, আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন তার ফরয-নফল কিছুই কবুল করবেন না।
(ইমাম হাদীসটি আবু দাউদ বর্ণনা করেছেন।)
[হাফিয মুনযিরী (র) বলেন]: এই হাদীসটি মুনকাতি সনদে বর্ণিত। কেননা ইমাম বুখারী ও ইবন আবু হাতিম দাহহাক ইবন শুরাহবিল- এর কথা উল্লেখ করে 'তিনি সাহাবাদের থেকে হাদীস রিওয়ায়াত করেননি' বলে উল্লেখ করেছেন। আল্লাহ্ সর্বজ্ঞ।
كتاب الْعلم
التَّرْهِيب من تعلم الْعلم لغير وَجه الله تَعَالَى
185 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من تعلم صرف الْكَلَام لِيَسْبِيَ بِهِ قُلُوب الرِّجَال أَو النَّاس لم يقبل الله مِنْهُ يَوْم الْقِيَامَة صرفا وَلَا عدلا
رَوَاهُ أَبُو دَاوُد
قَالَ الْحَافِظ يشبه أَن يكون فِيهِ انْقِطَاع فَإِن الضَّحَّاك بن شُرَحْبِيل ذكره البُخَارِيّ وَابْن أبي حَاتِم وَلم يذكرُوا لَهُ رِوَايَة عَن الصَّحَابَة وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৮৫ | মুসলিম বাংলা