আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৮৪
অধ্যায়ঃ ইলেম
গায়রুল্লাহর উদ্দেশ্যে ইলম অর্জনের প্রতি ভীতি প্রদর্শন
১৮৪. ইব্‌ন আব্বাস (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: আমার উম্মতের কতক লোক ধর্মীয় জ্ঞান অর্জন করবে এবং তারা কুরআন মজীদ তিলাওয়াত করবে এবং বলবে, আমরা আমীর-উমরার কাছে গিয়ে তাদের দুনিয়ার কিছুটা ভাগ নেব কিন্তু আমাদের দ্বীনকে তাদের থেকে পৃথক করে রাখবো অথচ এমনটি কখনো হতে পারে না। যেমন কাঁটাদার বৃক্ষ থেকে কাঁটা ছাড়া আর কিছুই পাওয়া যায় না, তদ্রূপ তারা তাদের কাছে গিয়ে আর কিছুই হাসিল করতে পারবে না।
(ইমাম ইব্‌ন সাববাহ্ (র) বলেন। অর্থাৎ পাপ ছাড়া।) ইব্ন মাজাহ হাদীসটি বর্ণনা করেন এবং তাঁর সনদে বর্ণিত রাবীগণ বিশ্বস্ত।)
كتاب الْعلم
التَّرْهِيب من تعلم الْعلم لغير وَجه الله تَعَالَى
184 - وَعَن ابْن عَبَّاس عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن نَاسا من أمتِي سيتفقهون فِي الدّين يقرؤون الْقُرْآن يَقُولُونَ نأتي الْأُمَرَاء فنصيب من دنياهم ونعتز لَهُم بديننا وَلَا يكون ذَلِك كَمَا لَا يجتنى من القتاد إِلَّا الشوك كَذَلِك لَا يجتنى من قربهم إِلَّا قَالَ ابْن الصَّباح كَأَنَّهُ يَعْنِي الْخَطَايَا
رَوَاهُ ابْن مَاجَه وَرُوَاته ثِقَات
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৮৪ | মুসলিম বাংলা