আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত
হাদীস নং: ৯
ইখলাস (নিষ্ঠা), সত্যবাদিতা ও সদিচ্ছার প্রতি উৎসাহ দান
৯. হযরত আবূ উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা) এর নিকট এসে বলল, যে ব্যক্তি সওয়াব ও সুনামের আশায় জিহাদ করে, তার সম্পর্কে আপনার কি অভিমত? তার জন্যে কেমন প্রতিফল রয়েছে? রাসূলুল্লাহ (সা) বললেন, তার জন্যে কিছুই নেই। লোকটি এই কথা তিনবার উল্লেখ করল। আর রাসূলুল্লাহ (সা) প্রত্যেকবারই বললেন, তার জন্য কিছুই নেই। তারপর তিনি বললেন, আল্লাহর সন্তোষ লাভ ও নিষ্ঠা ব্যতীত আমল আল্লাহ তা'আলা কবুল করেন না।
(ইমাম আবু দাউদ ও নাসাঈ (র) উত্তম সনদে অত্র হাদীসখানা বর্ণনা করেন। জিহাদ অধ্যায়ে এ বিষয়ে অনেক হাদীস আসবে ইনশা আল্লাহ।)
(ইমাম আবু দাউদ ও নাসাঈ (র) উত্তম সনদে অত্র হাদীসখানা বর্ণনা করেন। জিহাদ অধ্যায়ে এ বিষয়ে অনেক হাদীস আসবে ইনশা আল্লাহ।)
التَّرْغِيب فِي الْإِخْلَاص والصدق وَالنِّيَّة الصَّالِحَة
وَعَن أبي أُمَامَة قَالَ جَاءَ رجل إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ أَرَأَيْت رجلا غزا يلْتَمس الْأجر وَالذكر مَا لَهُ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا شَيْء لَهُ فَأَعَادَهَا ثَلَاث مرار وَيَقُول رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا شَيْء لَهُ ثمَّ قَالَ إِن الله عز وَجل لَا يقبل من الْعَمَل إِلَّا مَا كَانَ لَهُ خَالِصا وابتغي وَجهه
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ بِإِسْنَاد جيد وَسَيَأْتِي أَحَادِيث من هَذَا النَّوْع فِي الْجِهَاد إِن شَاءَ الله تَعَالَى
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ بِإِسْنَاد جيد وَسَيَأْتِي أَحَادِيث من هَذَا النَّوْع فِي الْجِهَاد إِن شَاءَ الله تَعَالَى


বর্ণনাকারী: