আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত

হাদীস নং:
ইখলাস (নিষ্ঠা), সত্যবাদিতা ও সদিচ্ছার প্রতি উৎসাহ দান
৮. হযরত যাহ্হাক ইব্‌ন কায়স (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন, নিশ্চয়ই আল্লাহ্ তা'আলা বলেন, আমি সর্বোত্তম শরীক। যে আমার সাথে কাউকে শরীক স্থাপন করল, তার ঐ কর্মটি আমার শরীকের জন্যেই। হে লোক সকল! তোমরা নিষ্ঠার সাথে আমল কর। একান্তভাবে আল্লাহ্ তা'আলার জন্য যে আমল করা হয়, তিনি কেবল তা-ই কবুল করেন। তোমরা এ কথা বলো না যে, এগুলো আল্লাহর উদ্দেশ্যে এবং আত্মীয়ের জন্য। এমতাবস্থায় তা কেবল আত্মীয়ের জন্যেই- তা থেকে আল্লাহর জন্য কিছুই নেই। তোমরা এ কথাও বলো না যে, এতো আল্লাহর জন্য এবং তোমাদের খাতিরে। কেননা তা তো তোমাদের খাতিরেই, তা আদৌ আল্লাহর জন্যে নয়।
(হাদীসটি ত্রুটিমুক্ত সনদে বাযযার ও বায়হাকী বর্ণনা করেছেন। [হাফিয আবদুল আযীম (র) বলেনঃ যাহ্হাক ইব্‌ন কায়স সাহাবী কিনা এ বিষয়ে দ্বিমত রয়েছে ।)
التَّرْغِيب فِي الْإِخْلَاص والصدق وَالنِّيَّة الصَّالِحَة
وَعَن الضَّحَّاك بن قيس قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله تبَارك وَتَعَالَى يَقُول أَنا خير شريك فَمن أشرك معي شَرِيكا فَهُوَ لشريكي يَا أَيهَا النَّاس أَخْلصُوا أَعمالكُم فَإِن الله تبَارك وَتَعَالَى لَا يقبل من الْأَعْمَال إِلَّا مَا خلص لَهُ وَلَا تَقولُوا هَذِه لله وللرحم فَإِنَّهَا للرحم وَلَيْسَ لله مِنْهَا شَيْء وَلَا تَقولُوا هَذِه لله ولوجوهكم فَإِنَّهَا لوجوهكم وَلَيْسَ لله مِنْهَا شَيْء
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَالْبَيْهَقِيّ
قَالَ الْحَافِظ لَكِن الضَّحَّاك بن قيس مُخْتَلف فِي صحبته
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৮ | মুসলিম বাংলা