আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত

হাদীস নং:
ইখলাস (নিষ্ঠা), সত্যবাদিতা ও সদিচ্ছার প্রতি উৎসাহ দান
৪. হযরত মু'আয ইব্ন জাবাল (রা) থেকে বর্ণিত। তাঁকে যখন ইয়েমেনে প্রেরণ করা হল, তখন তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমাকে নসীহত করুন। তিনি বললেনঃ তোমার দ্বীনের ব্যাপারে নিষ্ঠাবান হও। তাহলে অল্প আমলই তোমার জন্য যথেষ্ট হবে।
(হাদীসটি ইমাম হাকিম (র) উবায়দুল্লাহ ইব্ন যাজর সূত্রে ইব্ন আবু ইমরান থেকে বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, হাদীসটি সহীহ সনদে বর্ণিত ।)
التَّرْغِيب فِي الْإِخْلَاص والصدق وَالنِّيَّة الصَّالِحَة
وَعَن معَاذ بن جبل أَنه قَالَ حِين بعث إِلَى الْيمن يَا رَسُول الله أوصني قَالَ أخْلص دينك يكفك الْعَمَل الْقَلِيل
رَوَاهُ الْحَاكِم من طَرِيق عبيد الله بن زحر عَن ابْن أبي عمرَان وَقَالَ صَحِيح الْإِسْنَاد كَذَا قَالَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪ | মুসলিম বাংলা