আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত

হাদীস নং:
ইখলাস (নিষ্ঠা), সত্যবাদিতা ও সদিচ্ছার প্রতি উৎসাহ দান
৩. হযরত আবু ফিরাস আসলামী (রা) বলেন, এক ব্যক্তি বললঃ ইয়া রাসূলাল্লাহ্ (সা) ঈমান কি? তিনি বললেন: ইখলাস (নিষ্ঠা)।
অন্য বর্ণনায় রাসূলুল্লাহ (সা) বললেন, তোমরা যা ইচ্ছা আমাকে জিজ্ঞেস কর। তখন এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ! ইসলাম কি? তিনি বললেন, সালাত কায়েম করা এবং যাকাত আদায় করা। সে বলল, ঈমান কি? তিনি বললেন, ইখলাস (নিষ্ঠা)। লোকটি বলল, ইয়াকীন কী? তিনি বললেন, দৃঢ় বিশ্বাস।
(হাদীসটি ইমাম বায়হাকী মুরসালরূপে বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الْإِخْلَاص والصدق وَالنِّيَّة الصَّالِحَة
3- وَعَن أبي فراس رجل من أسلم قَالَ نَادَى رجل فَقَالَ يَا رَسُول الله مَا الْإِيمَان قَالَ الْإِخْلَاص
وَفِي لفظ آخر قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سلوني عَمَّا شِئْتُم فَنَادَى رجل يَا رَسُول الله مَا الْإِسْلَام قَالَ إقَام الصَّلَاة وإيتاء الزَّكَاة
قَالَ فَمَا الْإِيمَان قَالَ الْإِخْلَاص قَالَ فَمَا الْيَقِين قَالَ التَّصْدِيق
رَوَاهُ الْبَيْهَقِيّ وَهُوَ مُرْسل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩ | মুসলিম বাংলা