আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬৪১
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ আযাবের ক্ষেত্রে জাহান্নামীদের ব্যবধান ও তাদের মধ্যে সবচেয়ে কম আযাবপ্রাপ্ত ব্যক্তির বর্ণনা
৫৬৪১. হযরত উবায়দ ইবন উমায়র (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম আযাবপ্রাপ্ত হবে সেই ব্যক্তি, যার থাকবে (আগুনের) দু'টি পাদুকা। সে দু'টির কারণে তার মগজ এভাবে ফুটবে, যেন একটি পাতিল, তার কানগুলো হবে জ্বলন্ত অঙ্গার, তার ঘোষণা দাঁতগুলো হবে জ্বলন্ত অঙ্গার এবং তার ঠোঁটগুলো হবে আগুনের শিখা। তার দু'পার্শ্বের ভেতরস্থ সব কিছু তার দু'পায়ের তলা দিয়ে বের হয়ে পড়ে যাবে। সমস্ত জাহান্নামী হবে বিশাল জলরাশির মধ্যে পতিত অল্প ক'টা শস্যদানার মত। আর তা টগবগ করে ফুটতে থাকবে।
(বাযযার সহীহ্ সনদে মুরসাল সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন।)
(বাযযার সহীহ্ সনদে মুরসাল সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي تفاوتهم فِي الْعَذَاب وَذكر أهونهم عذَابا
5641- وَعَن عبيد بن عُمَيْر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أدنى أهل النَّار عذَابا لرجل عَلَيْهِ نَعْلَانِ يغلي مِنْهُمَا دماغه كَأَنَّهُ مرجل مسامعه جمر وأضراسه جمر وأشفاره لَهب النَّار وَتخرج أحشاء جَنْبَيْهِ من قَدَمَيْهِ وسائرهم كالحب الْقَلِيل فِي المَاء الْكثير فَهُوَ يفور
رَوَاهُ الْبَزَّار مُرْسلا بِإِسْنَاد صَحِيح
رَوَاهُ الْبَزَّار مُرْسلا بِإِسْنَاد صَحِيح