আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬১১
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামের সাপ-বিচ্ছুর বর্ণনা
৫৬১১. হযরত আব্দুল্লাহ্ ইবন হারিস ইবন জায' যুবীদী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় জাহান্নামের মধ্যে উটের ঘাড়ের মত বহু সর্প রয়েছে। তন্মধ্যে প্রত্যেকটি এভাবে দংশন করবে যে, সে সত্তর বছর পর্যন্ত তার জ্বালা অনুভব করবে এবং জাহান্নামের মধ্যে বড় দুধের খচ্চরের মত বহু বিচ্ছু রয়েছে। তন্মধ্যে প্রত্যেকটি এভাবে দংশন করবে যে সে চল্লিশ বছর পর্যন্ত তার বিষক্রিয়া অনুভব করবে।
(আহমাদ ও তাবারানী ইব্ন লাহীআর সনদে দাররাজের সূত্রে আব্দুল্লাহ্ ইবন হারিস থেকে হাদীসটি বর্ণনা করেছেন। ইবন হিব্বান ও তাঁর 'সহীহ' এ হাদীস বর্ণনা করেছেন। হাকিম আমর ইবন হারিস-এর সনদে দাররাজের সূত্রে আব্দুল্লাহ্ ইবন হারিস থেকে হাদীসটি বর্ণনা করে বলেন, এর সনদ সহীহ।)
(আহমাদ ও তাবারানী ইব্ন লাহীআর সনদে দাররাজের সূত্রে আব্দুল্লাহ্ ইবন হারিস থেকে হাদীসটি বর্ণনা করেছেন। ইবন হিব্বান ও তাঁর 'সহীহ' এ হাদীস বর্ণনা করেছেন। হাকিম আমর ইবন হারিস-এর সনদে দাররাজের সূত্রে আব্দুল্লাহ্ ইবন হারিস থেকে হাদীসটি বর্ণনা করে বলেন, এর সনদ সহীহ।)
كتاب صفة الجنة والنار
فصل فِي ذكر حَيَاتهَا وعقاربها
5611- عَن عبد الله بن الْحَارِث بن جُزْء الزبيدِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن فِي النَّار حيات كأمثال أَعْنَاق البخت تلسع إِحْدَاهُنَّ اللسعة فيجد حرهَا سبعين خَرِيفًا وَإِن فِي النَّار عقارب كأمثال البغال الموكفة تلسع إِحْدَاهُنَّ اللسعة فيجد حموتها أَرْبَعِينَ سنة
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ من طَرِيق ابْن لَهِيعَة عَن دراج عَنهُ وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم من طَرِيق عَمْرو بن الْحَارِث عَن دراج عَنهُ وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ من طَرِيق ابْن لَهِيعَة عَن دراج عَنهُ وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم من طَرِيق عَمْرو بن الْحَارِث عَن دراج عَنهُ وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد