আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৫৭৬
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামের তাপের প্রচণ্ডতা ইত্যাদির বর্ণনা
৫৫৭৬. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের এ আগুন, যা আদম সন্তানরা জ্বালায়, তা হচ্ছে জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ। সাহাবায়ে কিরাম বললেন, আল্লাহর কসম, যদি জাহান্নামের আগুন এমনি হয়, তবেই তো যথেষ্ট। তিনি বললেন, জাহান্নামের অগ্নিতে আরও উনসত্তর অংশ বৃদ্ধি করা হয়েছে। প্রতিটি অংশের তাপ এর তাপের সমান।
(মালিক, বুখারী, মুসলিম ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তবে মালিকের রিওয়ায়েতে "প্রতিটি অংশের তাপ এর তাপের সমান।" এ অংশটুকু নেই। আহমাদ, ইবন হিব্বান তাঁর 'সহীহ্'-এ এবং বায়হাকী ও এ হদীস বর্ণনা করেছেন। তাঁরা এতে এ অংশটুকু বেশি বর্ণনা করেছেন। এবং সে অগ্নিকে সমুদ্রে দুবার ডুবানো হয়েছে, যদি তা না করা হত, তবে আল্লাহ্ তা'আলা এতে কারও জন্য কোন উপাকারিতা নিহিত রাখতেন না।)
كتاب صفة الجنة والنار
فصل فِي شدَّة حرهَا وَغير ذَلِك
5576- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ نَاركُمْ هَذِه مَا يُوقد بَنو آدم جُزْء وَاحِد من سبعين جُزْءا من نَار جَهَنَّم قَالُوا وَالله إِن كَانَت لكَافِيَة قَالَ إِنَّهَا فضلت عَلَيْهَا بِتِسْعَة وَسِتِّينَ جُزْءا كُلهنَّ مثل حرهَا

رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَلَيْسَ عِنْد مَالك كُلهنَّ مثل حرهَا
وَرَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ فزادوا فِيهِ وَضربت بالبحر مرَّتَيْنِ وَلَوْلَا ذَلِك مَا جعل الله فِيهَا مَنْفَعَة لأحد
tahqiqতাহকীক:তাহকীক চলমান