আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৫৪১
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: শাফা'আত ইত্যাদির বর্ণনা
৫৫৪১. হযরত আবু সাঈদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি কিয়ামতের দিন আদম সন্তানের সর্দার হব। এতে (আমার কোন) গর্ব নেই এবং আমার হাতে হামদের ঝান্ডা থাকবে। এতে (আমার কোন) গর্ব নেই। সেদিন সমস্ত আদম সন্তান আমার ঝাণ্ডার নিচে থাকবে। এবং আমিই সে ব্যক্তি (কিয়ামতের দিন) সর্বপ্রথম যার উপর থেকে ভূমি বিদীর্ণ হবে। এতে (আমার কোন) গর্ব নেই। তিনি বলেন, মানুষ তিনবার ভীত-শংকিত হবে। তারা আদম (আ)-এর কাছে যাবে।..... অতঃপর হাদীসটি বর্ণিত হয়েছে। এক পর্যায়ে তিনি বলেন, তখন তারা আমার কাছে আসবে। আমি তাদের সাথে যাব। ইবন জুদ'আন বলেন, আনাস (রা) বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)কে দেখতে পাচ্ছি। তিনি বলেন, তারপর আমি জান্নাতের দরজার কড়া ধরব এবং তা নাড়াতে থাকব। বলা হবে, কে তুমি? (জবাবে) বলা হবে, মুহাম্মদ। তখন তারা আমার জন্য দরজা খুলবে এবং তারা খোশ-আমদেদ জানাবে তারা বলবে, মারহাবা। আমি সিজদাবনত হব। আল্লাহ তা'আলা আমাকে তা'রীফ ও প্রশংসা শিক্ষা দেবেন। আমাকে বলা হবে, আপনি আপনার মাথা উঠান। আপনি প্রার্থনা করুন, তা পূর্ণ করা হবে। আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। আপনি বলুন, আপনার কথা শোনা হবে। এটাই সেই মাকামে মাহমূদ (প্রশংসিত স্থান), যার সম্পর্কে আল্লাহ্ তা'আলা বলেছেন عَسَى أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا "আশা এই যে, আপনার বর আপনাকে মাকামে মাহমূদে উন্নীত করবেন।" (১৭: ৭৯)
(তিরমিযী হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান। ইবন মাজাহ হাদীসটির শুরুর অংশ বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আদম সন্তানের সর্দার হব, এতে (আমার কোন) গর্ববোধ নেই, আমিই সে ব্যক্তি হব, যার উপর থেকে কিয়ামতের দিন সর্বপ্রথম ভূমি বিদীর্ণ হবে। এতে কোন গর্ব নেই। আমি সর্বপ্রথম সুপারিশকারী হব এবং সর্বপ্রথম আমার সুপারিশই গৃহীত হবে। এতে কোন গর্ব নেই। কিয়ামতের দিন প্রশংসার ঝান্ডা আমার হাতে থাকবে। এতে কোন গর্ব নেই। উভয়ের সনদে আলী ইব্ন ইয়াযীদ ইব্ন জুদ্'আন নামক একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন।)
(তিরমিযী হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান। ইবন মাজাহ হাদীসটির শুরুর অংশ বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আদম সন্তানের সর্দার হব, এতে (আমার কোন) গর্ববোধ নেই, আমিই সে ব্যক্তি হব, যার উপর থেকে কিয়ামতের দিন সর্বপ্রথম ভূমি বিদীর্ণ হবে। এতে কোন গর্ব নেই। আমি সর্বপ্রথম সুপারিশকারী হব এবং সর্বপ্রথম আমার সুপারিশই গৃহীত হবে। এতে কোন গর্ব নেই। কিয়ামতের দিন প্রশংসার ঝান্ডা আমার হাতে থাকবে। এতে কোন গর্ব নেই। উভয়ের সনদে আলী ইব্ন ইয়াযীদ ইব্ন জুদ্'আন নামক একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন।)
كتاب البعث
فصل فِي الشَّفَاعَة وَغَيرهَا
5541- وَعَن أبي سعيد رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنا سيد ولد آدم يَوْم الْقِيَامَة وَلَا فَخر وَبِيَدِي لِوَاء الْحَمد وَلَا فَخر وَمَا من بني آدم يَوْمئِذٍ فَمن سواهُ إِلَّا تَحت لِوَائِي وَأَنا أول من تَنْشَق عَنهُ الأَرْض وَلَا فَخر قَالَ فَيفزع النَّاس ثَلَاث فَزعَات فَيَأْتُونَ آدم فَذكر الحَدِيث إِلَى أَن قَالَ فَيَأْتُوني فأنطلق مَعَهم قَالَ ابْن جدعَان قَالَ أنس فَكَأَنِّي أنظر إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ فآخذ بِحَلقَة بَاب الْجنَّة فأقعقعها فَيُقَال من هَذَا
فَيُقَال مُحَمَّد فيفتحون لي ويرحبون فَيَقُولُونَ مرْحَبًا فَأخر سَاجِدا فيلهمني الله من الثَّنَاء وَالْحَمْد فَيُقَال لي ارْفَعْ رَأسك سل تعطه وَاشْفَعْ تشفع وَقل يسمع لِقَوْلِك وَهُوَ الْمقَام الْمَحْمُود الَّذِي قَالَ الله عَسى أَن يَبْعَثك رَبك مقَاما مَحْمُودًا الْإِسْرَاء 97
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وروى ابْن مَاجَه صَدره قَالَ أَنا سيد ولد آدم وَلَا فَخر وَأَنا أول من تَنْشَق عَنهُ الأَرْض يَوْم الْقِيَامَة وَلَا فَخر وَأَنا أول شَافِع وَأول مُشَفع وَلَا فَخر ولواء الْحَمد بيَدي يَوْم الْقِيَامَة وَلَا فَخر
وَفِي إسنادهما عَليّ بن يزِيد بن جدعَان
فَيُقَال مُحَمَّد فيفتحون لي ويرحبون فَيَقُولُونَ مرْحَبًا فَأخر سَاجِدا فيلهمني الله من الثَّنَاء وَالْحَمْد فَيُقَال لي ارْفَعْ رَأسك سل تعطه وَاشْفَعْ تشفع وَقل يسمع لِقَوْلِك وَهُوَ الْمقَام الْمَحْمُود الَّذِي قَالَ الله عَسى أَن يَبْعَثك رَبك مقَاما مَحْمُودًا الْإِسْرَاء 97
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وروى ابْن مَاجَه صَدره قَالَ أَنا سيد ولد آدم وَلَا فَخر وَأَنا أول من تَنْشَق عَنهُ الأَرْض يَوْم الْقِيَامَة وَلَا فَخر وَأَنا أول شَافِع وَأول مُشَفع وَلَا فَخر ولواء الْحَمد بيَدي يَوْم الْقِيَامَة وَلَا فَخر
وَفِي إسنادهما عَليّ بن يزِيد بن جدعَان