আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৫৩৯
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: শাফা'আত ইত্যাদির বর্ণনা
৫৫৩৯. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় কিয়ামতের দিন প্রত্যেক নবীর একটি নূরের মিম্বর থাকবে এবং তন্মধ্যে সর্বোচ্চ ও সর্বোজ্জ্বল মিম্বরের উপর আমি থাকব। তখন একজন ঘোষক ডেকে বলবে, উম্মী নবী কোথায়? তিনি বলেন, তখন নবীগণ বলবেন, আমরা সবাই তো উম্মী নবী। তবে তিনি কোথায় প্রেরিত হয়েছিলেন। তারপর দ্বিতীয়বার বলবে, আরবী উম্মী নবী কোথায়? তিনি বলেন, তারপর মুহাম্মদ (ﷺ) অবতরণ করবেন এবং জান্নাতের দরজায় গিয়ে দরজায় করাঘাত করবেন। বলবেন কে? তিনি বলবেন, (আমি) মুহাম্মদ অথবা বলবেন আহমাদ। জিজ্ঞেস করা হবে, তাঁকে কি ডেকে পাঠানো হয়েছিল? তিনি বলবেন, জ্বী হ্যাঁ। তখন তাঁর সাথে দরজা খোলা হবে। তিনি প্রবেশ করবেন এর সাথে সাথে আল্লাহ্ তাবারাকা ও তা'আলাও তাঁর সামনে আত্মপ্রকাশ করবেন। অথচ এরপূর্বে তিনি কারও সামনেই আত্মপ্রকাশ করবেন না। তখন তিনি আল্লাহ্ তা'আলার সামনে সিজদাবনত হবেন, তিনি আল্লাহ তা'আলার এমন প্রশংসা করবেন, যে প্রশংসা না তার পূর্ববর্তী কেউ কোনদিন করেছে আর না তাঁর পরবর্তী কেউ কোনদিন করবে। তাঁকে বলা হবে, হে মুহাম্মদ। আপনি আপনার মাথা তুলুন। আপনি কথা বলুন; আপনার কথা শোনা হবে। আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে..... অতঃপর পূর্ণ হাদীসটি বর্ণনা করা হয়েছে।
(ইবন হিব্বান তাঁর 'সহীহ' এ হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন হিব্বান তাঁর 'সহীহ' এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل فِي الشَّفَاعَة وَغَيرهَا
5539- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن لكل نَبِي يَوْم
الْقِيَامَة منبرا من نور وَإِنِّي لعلى أطولها وأنورها فَيَجِيء مُنَاد يُنَادي أَيْن النَّبِي الْأُمِّي قَالَ فَتَقول الْأَنْبِيَاء كلنا نَبِي أُمِّي فَإلَى أَيْن أرسل فَيرجع الثَّانِيَة فَيَقُول أَيْن النَّبِي الْأُمِّي الْعَرَبِيّ قَالَ فَينزل مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم حَتَّى يَأْتِي بَاب الْجنَّة فيقرعه فَيَقُول من فَيَقُول مُحَمَّد أَو أَحْمد فَيُقَال أوقد أرسل إِلَيْهِ فَيَقُول نعم فَيفتح لَهُ فَيدْخل فيتجلى لَهُ الرب تبَارك وَتَعَالَى وَلَا يتجلى لشَيْء قبله فيخر لله سَاجِدا وَيَحْمَدهُ بِمَحَامِد لم يحمده بهَا أحد مِمَّن كَانَ قبله وَلنْ يحمده بهَا أحد مِمَّن كَانَ بعده فَيُقَال لَهُ يَا مُحَمَّد ارْفَعْ رَأسك تكلم تسمع وَاشْفَعْ تشفع
فَذكر الحَدِيث
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
الْقِيَامَة منبرا من نور وَإِنِّي لعلى أطولها وأنورها فَيَجِيء مُنَاد يُنَادي أَيْن النَّبِي الْأُمِّي قَالَ فَتَقول الْأَنْبِيَاء كلنا نَبِي أُمِّي فَإلَى أَيْن أرسل فَيرجع الثَّانِيَة فَيَقُول أَيْن النَّبِي الْأُمِّي الْعَرَبِيّ قَالَ فَينزل مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم حَتَّى يَأْتِي بَاب الْجنَّة فيقرعه فَيَقُول من فَيَقُول مُحَمَّد أَو أَحْمد فَيُقَال أوقد أرسل إِلَيْهِ فَيَقُول نعم فَيفتح لَهُ فَيدْخل فيتجلى لَهُ الرب تبَارك وَتَعَالَى وَلَا يتجلى لشَيْء قبله فيخر لله سَاجِدا وَيَحْمَدهُ بِمَحَامِد لم يحمده بهَا أحد مِمَّن كَانَ قبله وَلنْ يحمده بهَا أحد مِمَّن كَانَ بعده فَيُقَال لَهُ يَا مُحَمَّد ارْفَعْ رَأسك تكلم تسمع وَاشْفَعْ تشفع
فَذكر الحَدِيث
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه