আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৫৩৭
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: শাফা'আত ইত্যাদির বর্ণনা
৫৫৩৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদা রাসূলুল্লাহ্ (ﷺ) কে এ মর্মে প্রশ্ন করলাম, যে ইয়া রাসুলাল্লাহ। শাফা'আতের ব্যাপারে আপনার প্রতিপালক আপনাকে কি উত্তর দিয়েছেন। তিনি বললেন, সেই সত্তার কসম। যাঁর হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, আমি যেহেতু ইলমের প্রতি তোমার আগ্রহ লক্ষ্য করেছি, তাই আমি অবশ্যই ধারণা করেছিলাম যে, তুমিই আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম আমাকে এ ব্যাপারে প্রশ্ন করবে। সেই সত্তার কসম, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, জান্নাতের দরজাসমূহে মানুষের ভিড় হওয়ার কারণে আমার যে পেরেশানী হবে, তা আমার কাছে আমার সুপারিশপূর্ণ হওয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। আমার শাফা'আত হবে সে ব্যক্তির জন্য, যে নিষ্ঠার সাথে সাক্ষ্য দেয় যে, আল্লাহ্ ব্যতীত কোন মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, যখন তার স্বীকারোক্তিকে তার অন্তর সমর্থন করে এবং তার অন্তরকে তার স্বীকারোক্তি সমর্থন করে।
(আহমাদ ও ইবন হিব্বান তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
(আহমাদ ও ইবন হিব্বান তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل فِي الشَّفَاعَة وَغَيرهَا
5537 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ سَأَلت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قلت يَا رَسُول الله مَاذَا رد إِلَيْك رَبك فِي الشَّفَاعَة قَالَ وَالَّذِي نفس مُحَمَّد بِيَدِهِ لقد ظَنَنْت أَنَّك أول من يسألني عَن ذَلِك من أمتِي لما رَأَيْت من حرصك على الْعلم وَالَّذِي نفس مُحَمَّد بِيَدِهِ لما يهمني من انقصافهم على أَبْوَاب الْجنَّة أهم عِنْدِي من تَمام شَفَاعَتِي لَهُم وشفاعتي لمن شهد أَن لَا إِلَه إِلَّا الله مخلصا وَأَن مُحَمَّدًا رَسُول الله يصدق لِسَانه قلبه وَقَلبه لِسَانه
رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه