আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৪৯০
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হিসাব-নিকাশের আলোচনা
৫৪৯০. উম্মু সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার ঘরে ছিলেন। তাঁর হাতে মিসওয়াক। তিনি তাঁর অথবা উম্মু সালামা (রা)-এর একটি বাঁদীকে এভাবে ডাকলেন যে, তাঁর
চেহারায় ক্রোধের ছাপ প্রকাশ পেল। তখন উম্মু সালামা (রা) হুজরার দিকে গেলেন এবং সে বাঁদীটিকে একটি ভেড়ার বাচ্চা নিয়ে খেলতে দেখতে পেলেন। তখন তিনি বললেন, ওহে! আমি তোকে এ ভেড়ার বাচ্চা নিয়ে খেলতে দেখছি, অথচ রাসূলুল্লাহ (ﷺ) তোকে ডাকছেন। তখন বাঁদীটি (এসে) বলল, সেই সত্তার কসম, যিনি আপনাকে সত্য দ্বীন সহকারে প্রেরণ করেছেন, আমি আপনার ডাক শুনতে পাই নি। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, যদি বদলার ভয় না থাকত, তবে আমি তোকে এ মিসওয়াক দিয়ে জর্জরিত করতাম। অপর এক রিওয়ায়েতে আছে, "যদি বদলা (এর ভয়) না থাকত তবে আমি তোকে এ মিসওয়াক দিয়ে পেটাতাম।"
(আবু ইয়া'লা কয়েক সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি উৎকৃষ্ট।)
চেহারায় ক্রোধের ছাপ প্রকাশ পেল। তখন উম্মু সালামা (রা) হুজরার দিকে গেলেন এবং সে বাঁদীটিকে একটি ভেড়ার বাচ্চা নিয়ে খেলতে দেখতে পেলেন। তখন তিনি বললেন, ওহে! আমি তোকে এ ভেড়ার বাচ্চা নিয়ে খেলতে দেখছি, অথচ রাসূলুল্লাহ (ﷺ) তোকে ডাকছেন। তখন বাঁদীটি (এসে) বলল, সেই সত্তার কসম, যিনি আপনাকে সত্য দ্বীন সহকারে প্রেরণ করেছেন, আমি আপনার ডাক শুনতে পাই নি। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, যদি বদলার ভয় না থাকত, তবে আমি তোকে এ মিসওয়াক দিয়ে জর্জরিত করতাম। অপর এক রিওয়ায়েতে আছে, "যদি বদলা (এর ভয়) না থাকত তবে আমি তোকে এ মিসওয়াক দিয়ে পেটাতাম।"
(আবু ইয়া'লা কয়েক সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি উৎকৃষ্ট।)
كتاب البعث
فصل في ذكر الحساب وغيره
5490- وَعَن أم سَلمَة رَضِي الله عَنْهَا قَالَت كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي بَيْتِي وَكَانَ بِيَدِهِ سواك فَدَعَا وصيفة لَهُ أَو لَهَا حَتَّى استبان الْغَضَب فِي وَجهه فَخرجت أم سَلمَة إِلَى الحجرات فَوجدت الوصيفة وَهِي تلعب ببهمة فَقَالَت أَلا أَرَاك تلعبين بِهَذِهِ البهمة وَرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَدْعُوك فَقَالَت لَا وَالَّذِي بَعثك بِالْحَقِّ مَا سَمِعتك فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَوْلَا خشيَة الْقود لأوجعتك بِهَذَا السِّوَاك
وَفِي رِوَايَة لَوْلَا الْقصاص لضربتك بِهَذَا السِّوَاك
رَوَاهُ أَبُو يعلى بأسانيد أَحدهَا جيد
وَفِي رِوَايَة لَوْلَا الْقصاص لضربتك بِهَذَا السِّوَاك
رَوَاهُ أَبُو يعلى بأسانيد أَحدهَا جيد