আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৪৮৮
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হিসাব-নিকাশের আলোচনা
৫৪৮৮. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, সবকিছু কিয়ামতের দিন বিচার তলব করবে। এমনকি দু'টো বকরী তাদের পারস্পরিক বাড়াবাড়ির ব্যাপারেও।
(আহমাদ হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন। আহমাদ পুনরায় ও আবু ইয়া'লা আবু সাঈদের রিওয়ায়েতে হাদীসটি উল্লেখ করেছেন।)
كتاب البعث
فصل في ذكر الحساب وغيره
5488- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ليختصمن كل شَيْء يَوْم الْقِيَامَة حَتَّى الشاتان فِيمَا انتطحتا

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَرَوَاهُ أَحْمد أَيْضا وَأَبُو يعلى من حَدِيث أبي سعيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান