আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৪৮৫
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হিসাব-নিকাশের আলোচনা
৫৪৮৫. নবী সহধর্মিনী আয়েশা (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি প্রায়ই বলতেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা সঠিক পথে চল, (ইবাদত ইত্যাদির ক্ষেত্রে) ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন কর এবং সুসংবাদ গ্রহণ কর। কেননা, কাউকে তার আমল জান্নাতে দাখিল করতে পারবে না। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ। আপনাকেও নয়? তিনি বললেন, না, আমাকেও নয়। যদি না আল্লাহ্ তা'আলা আমাকে তার রহমতের দ্বারা ঢেকে নেন।
(বুখারী, মুসলিম প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী, মুসলিম প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل في ذكر الحساب وغيره
5485- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا زوج النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنَّهَا كَانَت تَقول قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سددوا وقاربوا وَأَبْشِرُوا فَإِنَّهُ لن يدْخل أحدا الْجنَّة عمله
قَالُوا وَلَا أَنْت يَا رَسُول الله قَالَ وَلَا أَنا إِلَّا أَن يتغمدني الله برحمته
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا
قَالُوا وَلَا أَنْت يَا رَسُول الله قَالَ وَلَا أَنا إِلَّا أَن يتغمدني الله برحمته
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا