আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫৪৩৩
অধ্যায়ঃ জানাযা
অনুচ্ছেদ
৫৪৩৩. তবারানীর অপর এক রিওয়ায়েতে আছে, মানুষকে তার কবরে আযাব দেওয়া হয়। তখন তার শিয়রের দিক থেকে তার উপর আযাব উপস্থিত করা হয়, তখন কুরআন তিলাওয়াত তা প্রতিহত করে, যখন তার দুই হাতের দিক থেকে আযাব উপস্থিত করা হয়, তখন সাদাকা তা প্রতিহত করে এবং যখন তার দু'পাশের দিক থেকে আযাব উপস্থিত করা হয়, তখন তার মসজিদে গমন তা প্রতিহত করে।
[হাফিয (র) বলেনঃ], আমি "কাপড়ে প্রস্রাব লাগার ব্যাপারে সতর্কীকরণ" ও "চোগলখোরী" অধ্যায়ে এ সম্পর্কে কিছু হাদীস লিপিবদ্ধ করেছি যে, প্রস্রাব ও চোগলখোরীর কারণে কবরের আযাব হয়। সে সব হাদীসের কোনটিই আমি এখানে পুনরায় উল্লেখ করিনি। কবরের আযাব ও দুই ফিরিস্তার প্রশ্ন সম্পর্কিত হাদীস প্রচুর। তবে আমি যা উল্লেখ করেছি তাই যথেষ্ট।
[হাফিয (র) বলেনঃ], আমি "কাপড়ে প্রস্রাব লাগার ব্যাপারে সতর্কীকরণ" ও "চোগলখোরী" অধ্যায়ে এ সম্পর্কে কিছু হাদীস লিপিবদ্ধ করেছি যে, প্রস্রাব ও চোগলখোরীর কারণে কবরের আযাব হয়। সে সব হাদীসের কোনটিই আমি এখানে পুনরায় উল্লেখ করিনি। কবরের আযাব ও দুই ফিরিস্তার প্রশ্ন সম্পর্কিত হাদীস প্রচুর। তবে আমি যা উল্লেখ করেছি তাই যথেষ্ট।
كتاب الجنائز
فصل
5436- وَفِي رِوَايَة للطبراني يُؤْتى الرجل فِي قَبره فَإِذا أُتِي من قبل رَأسه دَفعته تِلَاوَة الْقُرْآن وَإِذا أُتِي من قبل يَدَيْهِ دَفعته الصَّدَقَة وَإِذا أُتِي من قبل رجلَيْهِ دَفعه مَشْيه إِلَى الْمَسَاجِد
الحَدِيث
النَّسمَة بِفَتْح النُّون وَالسِّين هِيَ الرّوح
قَوْله تعلق بِضَم اللَّام أَي تَأْكُل
قَالَ الْحَافِظ وَقد أملينا فِي التَّرْهِيب من إِصَابَة الْبَوْل الثَّوْب وَفِي النميمة جملَة من الْأَحَادِيث فِي أَن عَذَاب الْقَبْر من الْبَوْل والنميمة لم نعد من تِلْكَ الْأَحَادِيث هُنَا شَيْئا وَالْأَحَادِيث فِي عَذَاب الْقَبْر وسؤال الْملكَيْنِ كَثِيرَة وَفِيمَا ذَكرْنَاهُ كِفَايَة وَالله الْمُوفق لَا رب غَيره
الحَدِيث
النَّسمَة بِفَتْح النُّون وَالسِّين هِيَ الرّوح
قَوْله تعلق بِضَم اللَّام أَي تَأْكُل
قَالَ الْحَافِظ وَقد أملينا فِي التَّرْهِيب من إِصَابَة الْبَوْل الثَّوْب وَفِي النميمة جملَة من الْأَحَادِيث فِي أَن عَذَاب الْقَبْر من الْبَوْل والنميمة لم نعد من تِلْكَ الْأَحَادِيث هُنَا شَيْئا وَالْأَحَادِيث فِي عَذَاب الْقَبْر وسؤال الْملكَيْنِ كَثِيرَة وَفِيمَا ذَكرْنَاهُ كِفَايَة وَالله الْمُوفق لَا رب غَيره