আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫৪২৫
অধ্যায়ঃ জানাযা
অনুচ্ছেদ
৫৪২৫. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন বান্দাহকে তার কবরে রাখা হয়, এবং তার সাথী-সঙ্গী তার কাছ থেকে ফিরে আসে, আর সে তাদের ফিরে আসার সময় তাদের জুতোর শব্দ শুনতে পায়। তখন দু'জন ফিরিশতা তার কাছে এসে তাকে বসায় এবং তা জিজ্ঞেস করে, এ নবী মুহাম্মদ সম্পর্কে তুমি কি বল? উত্তরে মু'মিন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি আল্লাহর বান্দা ও রাসূল। তখন তাকে বলা হয়, তুমি তোমার জাহান্নামের ঠিকানার দিকে তাকাও। আল্লাহ্ তা'আলা তার বদলে তোমাকে একটি জান্নাতের ঠিকানা দিয়েছেন। নবী (ﷺ) বলেন, সে উভয় ঠিকানা এক সঙ্গে প্রত্যক্ষ করবে। পক্ষান্তরে কাফির অথবা মুনাফিক বলে, আমি কিছু জানি না, মানুষ তাঁর ব্যাপারে যা বলত আমিও তা বলতাম। তখন তাকে বলা হয়, তুমি কিছু জান না এবং কিছু করতেও পারনি। এরপর তাকে লোহার হাতুড়ি দিয়ে তার দুই কানের মাঝখানে আঘাত করা হয়। তখন সে এভাবে চিৎকার করে যে, জ্বিন ও মানব ব্যতীত তার নিকটে যারা থাকে সকলেই সে চিৎকার শুনতে পায়।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ বুখারী পর্যন্ত।)
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ বুখারী পর্যন্ত।)
كتاب الجنائز
فصل
5428 - وَعَن أنس رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن العَبْد إِذا وضع فِي قَبره وَتَوَلَّى عَنهُ أَصْحَابه وَإنَّهُ ليسمع قرع نعَالهمْ إِذا انصرفوا أَتَاهُ ملكان فَيُقْعِدَانِهِ فَيَقُولَانِ لَهُ مَا كنت تَقول فِي هَذَا النَّبِي مُحَمَّد فَأَما الْمُؤمن فَيَقُول أشهد أَنه عبد الله وَرَسُوله فَيُقَال لَهُ انْظُر إِلَى مَقْعَدك من النَّار أبدلك الله بِهِ مقْعدا من الْجنَّة قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَيَرَاهُمَا جَمِيعًا وَأما الْكَافِر أَو الْمُنَافِق فَيَقُول لَا أَدْرِي كنت أَقُول مَا يَقُول النَّاس فِيهِ فَيُقَال لَا دَريت وَلَا تليت ثمَّ يضْرب بِمِطْرَقَةٍ من حَدِيد ضَرْبَة بَين أُذُنَيْهِ فَيَصِيح صَيْحَة يسْمعهَا من يَلِيهِ إِلَّا الثقلَيْن
رَوَاهُ البُخَارِيّ وَاللَّفْظ لَهُ وَمُسلم
رَوَاهُ البُخَارِيّ وَاللَّفْظ لَهُ وَمُسلم