আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৪১৩
অধ্যায়ঃ জানাযা
পুরুষদেরকে কবর যিয়ারতের প্রতি উদ্বুদ্ধকরণ এবং মহিলাদেরকে কবর যিয়ারত ও জানাযার পেছনে যাওয়ার ব্যাপারে সতর্কীকরণ
৫৪১৩. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) ঘর থেকে বের হয়েই দেখতে
পেলেন যে, কতগুলো মহিলা বসে আছে। তিনি তাদেরকে লক্ষ্য করে বললেনঃ তোমরা কেন বসে আছ? তারা বলল, আমরা জানাযার অপেক্ষা করছি। তিনি বললেন: তোমরা কি তাকে গোসল দেবে? তারা বলল, না। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি তাকে বহন করবে? তারা বলল, না। তিনি জিজ্ঞেস করলেন, যার ব্যাপারে সমালোচনা করা হয়, তার ব্যাপারে কি তোমরা সমালোচনা করবে। তারা বলল, না। তিনি বললেন, তবে তোমরা সাওয়াব ব্যতিরেকে গুণাহর বোঝা নিয়ে ফিরে যাও।
(ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন। আবু ইয়া'লা আনাস (রা)-এর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي زِيَارَة الرِّجَال الْقُبُور والترهيب من زِيَارَة النِّسَاء واتباعهن الْجَنَائِز
5416- وَرُوِيَ عَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ خرج رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَإِذا نسْوَة جُلُوس قَالَ مَا يجلسكن قُلْنَ نَنْتَظِر الْجِنَازَة قَالَ هَل تغسلن قُلْنَ لَا
قَالَ هَل تحملن قُلْنَ لَا
قَالَ هَل تدلين فِيمَن يُدْلِي قُلْنَ لَا
قَالَ فارجعن مَأْزُورَات غير مَأْجُورَات

رَوَاهُ ابْن مَاجَه وَرَوَاهُ أَبُو يعلى من حَدِيث أنس
tahqiqতাহকীক:তাহকীক চলমান