আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৪০৫
অধ্যায়ঃ জানাযা
পুরুষদেরকে কবর যিয়ারতের প্রতি উদ্বুদ্ধকরণ এবং মহিলাদেরকে কবর যিয়ারত ও জানাযার পেছনে যাওয়ার ব্যাপারে সতর্কীকরণ
৫৪০৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) তাঁর মায়ের কবর যিয়ারত করে নিজে কাঁদলেন এবং তাঁর পাশে যারা ছিল তাদেরকেও কাঁদালেন। তারপর বললেন, আমি আমার প্রতিপালকের কাছে তাঁর জন্য মাগফিরাত কামনা করার অনুমতি চাইলাম, কিন্তু আমাকে সে অনুমতি দেওয়া হয়নি। এরপর তাঁর কবর যিয়ারত করার জন্য তাঁর কাছে অনুমতি চাইলাম, তখন তিনি আমাকে সে অনুমতি দিয়েছেন, সুতরাং তোমরা কবর যিয়ারত করবে। কেননা, কবর মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়।
(হাদীসটি মুসলিম ও অন্যান্যরা বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي زِيَارَة الرِّجَال الْقُبُور والترهيب من زِيَارَة النِّسَاء واتباعهن الْجَنَائِز
5408- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ زار النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قبر أمه فَبكى وأبكى من حوله فَقَالَ اسْتَأْذَنت رَبِّي فِي أَن أسْتَغْفر لَهَا فَلم يُؤذن لي واستأذنته فِي أَن أَزور قبرها فَأذن لي فزوروا الْقُبُور فَإِنَّهَا تذكر الْمَوْت

رَوَاهُ مُسلم وَغَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৪০৫ | মুসলিম বাংলা