আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৪০৪
অধ্যায়ঃ জানাযা
অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করার ব্যাপারে সতর্কীকরণ
৫৪০৪. হযরত আবু বারযা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন এমন এক সম্প্রদায়কে তাদের কবর থেকে উঠানো হবে, যাদের মুখে আগুন জ্বলবে। জিজ্ঞেস করা হল, ইয়া রাসূলাল্লাহ। তারা কারা? তিনি বললেন, তুমি দেখনা, আল্লাহ্ তা'আলা বলেন,
إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَى ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا
নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতীমদের সম্পদ গ্রাস করে, তাদের পেটে অগ্নিপূর্তি করে। (৪:১০)
(আবু ইয়া'লা হাদীসটি বর্ণনা করেছেন এবং ইবন হিব্বান স্বীয় 'সহীহ'-এ আবু বারযার রিওয়ায়েতে যিয়াদ ইবন মুনযির আবুল জারূদ-এর সূত্রে নাফি' ইবন হারিস থেকে হাদীসটি বর্ণনা করেছেন। এ দু'জন রাবী আবু বারযা (রা) থেকে হাদীস বর্ণনার ক্ষেত্রে অভিযুক্ত ও অনির্ভরযোগ্য।)
كتاب الجنائز
التَّرْهِيب من أكل مَال الْيَتِيم بِغَيْر حق
5407- وَعَن أبي بَرزَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يبْعَث يَوْم الْقِيَامَة قوم من
قُبُورهم تأجج أَفْوَاههم نَارا فَقيل من هم يَا رَسُول الله قَالَ ألم تَرَ أَن الله عز وَجل يَقُول إِن الَّذين يَأْكُلُون أَمْوَال الْيَتَامَى ظلما إِنَّمَا يَأْكُلُون فِي بطونهم نَارا النِّسَاء 01
رَوَاهُ أَبُو يعلى وَمن طَرِيقه ابْن حبَان فِي صَحِيحه من طَرِيق زِيَاد بن الْمُنْذر أبي الْجَارُود عَن نَافِع بن الْحَارِث وهما واهيان متهمان عَن أبي بَرزَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৪০৪ | মুসলিম বাংলা