আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫৪০২
অধ্যায়ঃ জানাযা
অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করার ব্যাপারে সতর্কীকরণ
৫৪০২. তারই সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, চার শ্রেণীর লোককে জান্নাতে দাখিল না করা এবং তার নিয়ামত আস্বাদন করতে না দেয়া আল্লাহর দায়িত্ব স্বরূপ: এক, মদ্যপ, দুই সুদখোর, তিন, অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ আত্মসাৎকারী, চার, পিতা-মাতার অবাধ্য সন্তান।
(হাকিম ইবরাহীম ইবন খুসায়ম ইবন আরাক-এর সনদে তাঁর পিতা সূত্রে তাঁর পিতামহের মধ্যস্থতায় আবু হুরায়রা (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। ইব্রাহীম ইবন খুসায়ম রাবী হিসাবে অগ্রহণযোগ্য মনে করা হয়। হাকিম বলেন, এর সনদ সহীহ্।)
(হাকিম ইবরাহীম ইবন খুসায়ম ইবন আরাক-এর সনদে তাঁর পিতা সূত্রে তাঁর পিতামহের মধ্যস্থতায় আবু হুরায়রা (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। ইব্রাহীম ইবন খুসায়ম রাবী হিসাবে অগ্রহণযোগ্য মনে করা হয়। হাকিম বলেন, এর সনদ সহীহ্।)
كتاب الجنائز
التَّرْهِيب من أكل مَال الْيَتِيم بِغَيْر حق
5405- وَعنهُ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَربع حق على الله أَن لَا يدخلهم الْجنَّة وَلَا يذيقهم نعيمها مدمن الْخمر وآكل الرِّبَا وآكل مَال الْيَتِيم بِغَيْر حق والعاق لوَالِديهِ
رَوَاهُ الْحَاكِم من طَرِيق إِبْرَاهِيم بن خثيم بن عرَاك وَقد ترك عَن أَبِيه عَن جده عَن أبي هُرَيْرَة وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ الْحَاكِم من طَرِيق إِبْرَاهِيم بن خثيم بن عرَاك وَقد ترك عَن أَبِيه عَن جده عَن أبي هُرَيْرَة وَقَالَ صَحِيح الْإِسْنَاد