আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫৪০১
অধ্যায়ঃ জানাযা
অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করার ব্যাপারে সতর্কীকরণ
৫৪০১. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমরা সাতটি সর্বনাশা বিষয় থেকে বেঁচে থাক। সাহাবায়ে কিরাম আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। সেগুলো কি কি? তিনি বললেন, ১. আল্লাহর সাথে শিরক করা, ২. যাদু করা, ৩. আল্লাহ্ যার প্রাণনাশ হারাম করেছেন, তাকে ন্যায়সঙ্গত কারণ ব্যতীত হত্যা করা, ৪. সুদ খাওয়া, ৫. ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা, ৬. যুদ্ধের দিন পিছু হটা বা পল্যায়ন করা এবং ৭. নিরপরাধ সরলা মু'মিন নারীকে অপবাদ দেওয়া।
(বুখারী, মুসলিম, আবু দাউদ ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন।
বাযযর ও হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর বর্ণিত রিওয়ায়েতের ভাষা এইঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, কবীরা গুণাহ সাতটি। তন্মধ্যে প্রথম হল, ১. আল্লাহর সাথে শরীক করা। (অবশিষ্টগুলো): ২. কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করা, ৩. সুদ খাওয়া, ৪. ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা, ৫. যুদ্ধের দিন পলায়ন করা সতীসাধ্বী নারীদেরকে অপবাদ দেওয়া এবং ৭. হিজরতের পর (মুশরিক) বেদুঈনদের কাছে প্রত্যাবর্তন করা।)
(বুখারী, মুসলিম, আবু দাউদ ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন।
বাযযর ও হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর বর্ণিত রিওয়ায়েতের ভাষা এইঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, কবীরা গুণাহ সাতটি। তন্মধ্যে প্রথম হল, ১. আল্লাহর সাথে শরীক করা। (অবশিষ্টগুলো): ২. কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করা, ৩. সুদ খাওয়া, ৪. ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা, ৫. যুদ্ধের দিন পলায়ন করা সতীসাধ্বী নারীদেরকে অপবাদ দেওয়া এবং ৭. হিজরতের পর (মুশরিক) বেদুঈনদের কাছে প্রত্যাবর্তন করা।)
كتاب الجنائز
التَّرْهِيب من أكل مَال الْيَتِيم بِغَيْر حق
5404- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اجتنبوا السَّبع الموبقات قَالُوا يَا رَسُول الله وَمَا هن قَالَ الشّرك بِاللَّه وَالسحر وَقتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ وَأكل الرِّبَا وَأكل مَال الْيَتِيم والتولي يَوْم الزَّحْف وَقذف الْمُحْصنَات الْغَافِلَات الْمُؤْمِنَات
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
وَرَوَاهُ الْبَزَّار وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْكَبَائِر سبع أولهنَّ الْإِشْرَاك بِاللَّه وَقتل النَّفس بِغَيْر حَقّهَا وَأكل الرِّبَا وَأكل مَال الْيَتِيم وفرار يَوْم الزَّحْف وَقذف الْمُحْصنَات والانتقال إِلَى الْأَعْرَاب بعد هِجْرَة
الموبقات المهلكات
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
وَرَوَاهُ الْبَزَّار وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْكَبَائِر سبع أولهنَّ الْإِشْرَاك بِاللَّه وَقتل النَّفس بِغَيْر حَقّهَا وَأكل الرِّبَا وَأكل مَال الْيَتِيم وفرار يَوْم الزَّحْف وَقذف الْمُحْصنَات والانتقال إِلَى الْأَعْرَاب بعد هِجْرَة
الموبقات المهلكات