আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫৩৯৮
অধ্যায়ঃ জানাযা
বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৯৮. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) যে নারী (মুসিবতের সময়) চেহারায় আঁচড় কাটে, বস্ত্র ছিন্ন করে এবং ধ্বংস ও মৃত্যুকে ডাকে- তার প্রতি লা'নত করেছেন।
(ইবন মাজাহ ও ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' এ হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন মাজাহ ও ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5401- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لعن الخامشة وَجههَا والشاقة جيبها والداعية بِالْوَيْلِ وَالثُّبُور
رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه