আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৩৯৮
অধ্যায়ঃ জানাযা
বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৯৮. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) যে নারী (মুসিবতের সময়) চেহারায় আঁচড় কাটে, বস্ত্র ছিন্ন করে এবং ধ্বংস ও মৃত্যুকে ডাকে- তার প্রতি লা'নত করেছেন।
(ইবন মাজাহ ও ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5401- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لعن الخامشة وَجههَا والشاقة جيبها والداعية بِالْوَيْلِ وَالثُّبُور

رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৩৯৮ | মুসলিম বাংলা