আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৩৮৪
অধ্যায়ঃ জানাযা
বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৮৪. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয় করলেন, তখন ইবলীস চিৎকার করে কান্না জুড়ে দিল। ফলে তার লস্কর তার কাছে সমবেত হল। তখন সে বলল, তোমরা আজ থেকে মুহাম্মদ-এর উম্মতকে শিরকে ফিরিয়ে আনার আশা ছেড়ে দাও। তবে তাদেরকে তাদের দীনী কাজে ফিৎনায় লিপ্ত কর এবং তাদের মধ্যে (মৃত ব্যক্তির জন্য) বিলাপের প্রসার ঘটাও।
(আহমাদ (র) হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5387- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ لما افْتتح رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَكَّة رن إِبْلِيس رنة اجْتمعت إِلَيْهِ جُنُوده فَقَالَ ايأسوا أَن تردوا أمة مُحَمَّد على الشّرك بعد يومكم هَذَا وَلَكِن افتنوهم فِي دينهم وأفشوا فيهم النوح

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৩৮৪ | মুসলিম বাংলা