আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৩৮৩
অধ্যায়ঃ জানাযা
বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৮৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিনটি বিষয় আল্লাহর সাথে কুফরীর অন্তর্ভুক্ত। (এক) শোকাতুর অবস্থায় বস্ত্র ছিঁড়ে ফেলা, (দুই) মৃত ব্যক্তির জন্য বিলাপ করা, (তিন) বংশের নিয়ে খোঁটা দেওয়া।
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ্'-এ হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম এ হাদীস বর্ণনা করে বলেন, এ সনদ সহীহ। ইবন হিব্বানের অপর এক রিওয়ায়েতে আছে, তিনটি বিষয়ই কুফরী। আরেক রিওয়ায়েতে আছে, তিন কাজ জাহেলী প্রথা, যা মুসলমানরাও পরিহার করে না। ..অতঃপর হাদীসের অবশিষ্টাংশ বর্ণনা করা হয়েছে।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5386- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة من الْكفْر بِاللَّه شقّ الجيب والنياحة والطعن فِي النّسَب

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
وَفِي رِوَايَة لِابْنِ حبَان ثَلَاثَة هِيَ الْكفْر
وَفِي أُخْرَى ثَلَاث من عمل الْجَاهِلِيَّة لَا يتركهن أهل الْإِسْلَام فَذكر الحَدِيث
الجيب هُوَ الْخرق الَّذِي يخرج الْإِنْسَان مِنْهُ رَأسه فِي الْقَمِيص وَنَحْوه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৩৮৩ | মুসলিম বাংলা