আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৩৭৯
অধ্যায়ঃ জানাযা
বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৭৯. হযরত হাসান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, মু'আয ইবন জাবাল (রা) একদা মূর্ছা গেলেন। তখন তাঁর বোন ওহে পর্বত! অথবা অন্য কোন শব্দ বলে কাঁদতে লাগলেন। যখন তাঁর হুঁশ হল, তখন তিনি বললেন, তুমি আমাকে এ অবধি কষ্ট দিচ্ছিলে। তার বোন বললেন, আপনাকে কষ্ট দেওয়া আমার পক্ষে অসম্ভব ব্যাপার। তিনি বললেন, যখন তুমি বলেছ, ওহে অমুক! তখন একজন ভীষণ রুদ্রমূর্তি ফিরিশতা আমাকে বলছিলেন, তুমি কি সত্যি তাই নাকি হে? উত্তরে আমি বলছিলাম, না।
(তবারানী (র) আল-কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। হাসান হযরত মু'আয (রা)-এর সাক্ষাৎ পান নি।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5382- وَعَن الْحسن قَالَ إِن معَاذ بن جبل أُغمي عَلَيْهِ فَجعلت أُخْته تَقول واجبلاه أَو كلمة أُخْرَى فَلَمَّا أَفَاق قَالَ مَا زلت مؤذية لي مُنْذُ الْيَوْم قَالَت لقد كَانَ يعز عَليّ أَن أوذيك قَالَ مَا زَالَ ملك شَدِيد الِانْتِهَار كلما قلت واكذا قَالَ أكذاك أَنْت فَأَقُول لَا

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْحسن لم يدْرك معَاذًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৩৭৯ | মুসলিম বাংলা