আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫২১৪
অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২১৪. হযরত মু'আয ইব্‌ন আব্দুল্লাহ্ ইবন হাবীব-এর সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি তাঁর সাহাবীগণকে জিজ্ঞেস করলেন, তোমরা কি অসুস্থ না হওয়াটাকে ভালবাস? তাঁরা বললেনঃ আল্লাহর কসম, আমরা শান্তি-সুস্থতা কামনা করি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমাদের কারও জন্য এটা কল্যাণকর নয় যে, আল্লাহ্ তাকে স্মরণ না করুক।
(ইবন আবিদ-দুনিয়া (র) হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সনদে ইসহাক ইবন মুহাম্মদ ফিরাবী নামক একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5214- وَعَن معَاذ بن عبد الله بن حبيب عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ لاصحابه أتحبون أَن لَا تمرضوا قَالُوا وَالله إِنَّا لنحب الْعَافِيَة فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَمَا خير أحدكُم أَن لَا يذكرهُ الله

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَفِي إِسْنَاده إِسْحَاق بن مُحَمَّد الْفَروِي
tahqiqতাহকীক:তাহকীক চলমান