আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫২১৩
অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২১৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, সগীরা গোনাহে অভ্যস্ত জনৈকা মহিলা রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ্। আমার জন্য আল্লাহর কাছে দু'আ করুন। তিনি বলেন, যদি তুমি চাও তবে আমি আল্লাহর কাছে দু'আ করি। তিনি বললেন, যদি তুমি চাও তবে আমি আল্লাহর কাছে দু'আ করি। তিনি তোমাকে নিরাময় করে দেবেন। আর যদি তোমার ইচ্ছা হয় তবে সবর কর, তোমার কোন হিসাব-নিকাশ হবে না। মহিলাটি বলল, আমি বরং সবর করব, যাতে আমার কোন হিসাব-নিকাশ না হয়।
(বাযযার ও ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
(বাযযার ও ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5213- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ جَاءَت امْرَأَة بهَا لمَم إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَت يَا رَسُول الله ادْع الله لي فَقَالَ إِن شِئْت دَعَوْت الله فشفاك وَإِن شِئْت صبرت وَلَا حِسَاب عَلَيْك قَالَت بل أَصْبِر وَلَا حِسَاب عَليّ
رَوَاهُ الْبَزَّار وَابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ الْبَزَّار وَابْن حبَان فِي صَحِيحه