আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫১৯৩
অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৯৩. হযরত বুরায়দা আসলামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি, কোন দুর্ঘটনা অথবা তার চেয়ে তুচ্ছ কোন বিপদ-উদাহরণত তিনি কাঁটার কথাও উল্লেখ করেছেন- কেবল দু' কারণেই কোন মুসলমানের উপর পতিত হয়: হয়ত এ কারণে যে, আল্লাহ তা'আলা তার গুণাহসমূহ থেকে এমন গুণাহ মাফ করে দেবেন, যা এরূপ কোন বিপদে আক্রান্ত করা ব্যতীত মাফ করবার ছিলেন না। অথবা তাকে মর্যাদার এমন কোন স্তরে উন্নীত করবেন, যে স্তরে এরূপ বিপদে আক্রান্ত হওয়া ব্যতীত তার পক্ষে পৌঁছা সম্ভব ছিল না।
(ইবন আবিদ-দুনিয়া (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5193- وَرُوِيَ عَن بُرَيْدَة الْأَسْلَمِيّ رَضِي الله عَنهُ قَالَ سَمِعت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا أصَاب رجلا من الْمُسلمين نكبة فَمَا فَوْقهَا حَتَّى ذكر الشَّوْكَة إِلَّا لإحدى خَصْلَتَيْنِ إِمَّا ليغفر الله لَهُ من الذُّنُوب ذَنبا لم يكن ليغفره لَهُ إِلَّا بِمثل ذَلِك أَو يبلغ بِهِ من الْكَرَامَة كَرَامَة لم يكن ليبلغها إِلَّا بِمثل ذَلِك

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান