আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫১৭৮
অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৭৮. হযরত সাখবারা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যাকে দান করা হয়েছে, আর সে শুক্রিয়া আদায় করেছে, যাকে বিপদাক্রান্ত করা হয়েছে, আর সে ধৈর্যধারণ করেছে, যে যুলুম করেছে, অতঃপর সে মাগফিরাত কামনা করেছে, যে যুলুমের শিকার হয়েছে অতঃপর সে ক্ষমা করে দিয়েছে- এ বলে তিনি নিরব রইলেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। তার জন্য কি প্রতিদান রয়েছে? তিনি বললেন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারা হিদায়াত প্রাপ্ত।
(তবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন।
সাখবারা- বলা হয়ে থাকে যে, তিনি রাসূলুল্লাহ-এর সাহচর্য লাভ করেছেন। অর্থাৎ তিনি সাহাবী। আল্লাহয়ই সমধিক জ্ঞাত।)
(তবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন।
সাখবারা- বলা হয়ে থাকে যে, তিনি রাসূলুল্লাহ-এর সাহচর্য লাভ করেছেন। অর্থাৎ তিনি সাহাবী। আল্লাহয়ই সমধিক জ্ঞাত।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5178- وَرُوِيَ عَن سَخْبَرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أعطي فَشكر وابتلي فَصَبر وظلم فَاسْتَغْفر وظلم فغفر ثمَّ سكت فَقَالُوا يَا رَسُول الله مَا لَهُ قَالَ أُولَئِكَ لَهُم الْأَمْن وهم مهتدون
رَوَاهُ الطَّبَرَانِيّ
سَخْبَرَة بِفَتْح السِّين الْمُهْملَة وَإِسْكَان الْخَاء الْمُعْجَمَة بعدهمَا بَاء مُوَحدَة وَيُقَال إِن لَهُ صُحْبَة وَالله أعلم
رَوَاهُ الطَّبَرَانِيّ
سَخْبَرَة بِفَتْح السِّين الْمُهْملَة وَإِسْكَان الْخَاء الْمُعْجَمَة بعدهمَا بَاء مُوَحدَة وَيُقَال إِن لَهُ صُحْبَة وَالله أعلم