আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫১৭৭
অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৭৭. হযরত আবুদ দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবুল কাসিম (রা)-কে বলতে শুনেছি, নিশ্চয় আল্লাহ্ তা'আলা বলেন, হে ঈসা! আমি তোমার পর একটি জাতির আবির্ভাব ঘটাব। তারা যা' ভালবাসে যদি তারা তা লাভ করে তবে তারা আল্লাহর প্রশংসা করবে এবং তারা যা অপসন্দ করে যদি তারা তার সম্মুখীন হয় তবে তারা এটাকে সাওয়াবের উপায় বলে গণ্য করে এবং ধৈর্যধারণ করে। অথচ তাদের তেমন কোন সহিষ্ণুতা ও জ্ঞান নেই। তখন তিনি জিজ্ঞেস করলেন, হে আমার রব। এটা কিভাবে সম্ভব? আল্লাহ্ তা'আলা বলেন, আমি আমার সহিষ্ণুতাও জ্ঞান থেকে তাদেরকে দান করব।
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি বুখারীর শর্ত অনুযায়ী সহীহ।)
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি বুখারীর শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5177 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ سَمِعت أَبَا الْقَاسِم صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن الله عز وَجل قَالَ يَا عِيسَى إِنِّي باعث من بعْدك أمة إِن أَصَابَهُم مَا يحبونَ حمدوا الله وَإِن أَصَابَهُم مَا يكْرهُونَ احتسبوا وصبروا وَلَا حلم وَلَا علم فَقَالَ يَا رب كَيفَ يكون هَذَا قَالَ أعطيهم من حلمي وَعلمِي
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط البُخَارِيّ
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط البُخَارِيّ