আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫১৭৩
অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৭৩. তিরমিযী হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হালালকে হারাম গণ্য করা এবং সম্পদ নষ্ট করা দুনিয়ার প্রতি অনাসক্তি নয়, বরং দুনিয়ার প্রতি অনাসক্তি হচ্ছে এই যে, আল্লাহর হাতে যা কিছু রয়েছে তার প্রতি তোমার নির্ভরশীল হওয়ার চেয়ে তোমার সম্পদের উপর তুমি অধিক নির্ভরশীল হবে না এবং যখন তুমি মুসিবতে আক্রান্ত হও তখন মুসিবতের সাওয়াবের আশায় মুসিবত তোমার কাছে অধিক কাম্য হবে (তুমি কামনা করবে যে,) যদি মুসিবতটি তোমার জন্য থেকে যেত।
(তিরমিযী (র) বলেন, হাদীসটি গরীব।)
(তিরমিযী (র) বলেন, হাদীসটি গরীব।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5173- وروى التِّرْمِذِيّ عَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الزهادة فِي الدُّنْيَا لَيست بِتَحْرِيم الْحَلَال وَلَا إِضَاعَة المَال وَلَكِن الزهادة فِي الدُّنْيَا أَن لَا تكون بِمَا فِي يدك أوثق مِنْك بِمَا فِي يَد الله وَأَن تكون فِي ثَوَاب الْمُصِيبَة إِذا أَنْت أصبت بهَا أَرغب فِيهَا لَو أَنَّهَا أبقيت لَك قَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب