আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫১৭২
অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৭২. হযরত আনাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, চারটি গুণ আশ্চর্যের সাথেই পরিলক্ষিত হয়ঃ ধৈর্য, এটাই প্রথম ইবাদত। বিনয়, আল্লাহর যিকর ও আসবাবের স্বল্পতা।
(তবারানী ও হাকিম (র) উভয়ে আওয়াম ইব্ন জুওয়ায়রিয়ার সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম (র) বলেন, এর সনদ সহীহ। হাদীসটি "নীরবতা" অধ্যায়ে উল্লিখিত হয়েছে।)
(তবারানী ও হাকিম (র) উভয়ে আওয়াম ইব্ন জুওয়ায়রিয়ার সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম (র) বলেন, এর সনদ সহীহ। হাদীসটি "নীরবতা" অধ্যায়ে উল্লিখিত হয়েছে।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5172 - وَعَن أنس رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَربع لَا يصبن إِلَّا بعجب الصَّبْر وَهُوَ أول الْعِبَادَة والتواضع وَذكر الله وَقلة الشَّيْء
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْحَاكِم كِلَاهُمَا من رِوَايَة الْعَوام بن جوَيْرِية وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد وَتقدم فِي الصمت
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْحَاكِم كِلَاهُمَا من رِوَايَة الْعَوام بن جوَيْرِية وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد وَتقدم فِي الصمت