আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৮১৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
ইবাদতের জন্য ফারেগ হওয়া ও আল্লাহ তা'আলার প্রতি মনোযোগী হওয়ার জন্য উৎসাহ প্রদান এবং দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া ও দুনিয়ার প্রতি ঝুঁকে পড়া সম্পর্কে সতর্কীকরণ
৪৮১৪. হযরত আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা যথা সম্ভব দুনিয়ার দুশ্চিন্তা থেকে বিমুক্ত থাক, কেননা, দুনিয়া যার বড় দুশ্চিন্তার বস্তু হয়ে দাঁড়ায়, আল্লাহ্ তা'আলা তার সম্পদকে বিক্ষিপ্ত করে দেন এবং অভাবকে তার দু'চোখের মাঝে স্থাপন করে দেন।* পক্ষান্তরে আখিরাত যার বড় চিন্তার বস্তু হয়, আল্লাহ্ তা'আলা তার সমস্ত বিষয়কে গুছিয়ে দেন এবং তার অন্তরে অভাবমুক্ত করেন। যখনই বান্দা আল্লাহ্ তা'আলার দিকে তার মনকে ধাবিত করে, তখন আল্লাহ তা'আলা মু'মিনদের অন্তরসমূহকে দয়া ও ভালবাসা সহকারে তার প্রতি ধাবিত করে দেন এবং আল্লাহ তা'আলা তার সার্বিক
কল্যাণের দ্রুত ব্যবস্থা করেন।
(তাবারানী (র) তাঁর 'আল-কাবীর' ও 'আল-আওসাত' গ্রন্থদ্বয়ে এবং বায়হাকী তাঁর 'কিতাবুয যুহদ'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)

*অর্থাৎ সে সবসময় দু‘চোখে কেবল অভাবই দেখতে থাকে।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفَرَاغ لِلْعِبَادَةِ والإقبال على الله تَعَالَى والترهيب من الاهتمام بالدنيا والانهماك عَلَيْهَا
4814- وَرُوِيَ عَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تفرغوا من هموم الدُّنْيَا مَا اسْتَطَعْتُم فَإِنَّهُ من كَانَت الدُّنْيَا أكبر همه أفشى الله ضيعته وَجعل فقره بَين عَيْنَيْهِ وَمن كَانَت الْآخِرَة أكبر همه جمع الله عز وَجل لَهُ أُمُوره وَجعل غناهُ فِي قلبه وَمَا أقبل عبد بِقَلْبِه إِلَى الله عز وَجل إِلَّا جعل الله قُلُوب الْمُؤمنِينَ تفد إِلَيْهِ بالود وَالرَّحْمَة وَكَانَ الله عز وَجل إِلَيْهِ بِكُل خير أسْرع

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَالْبَيْهَقِيّ فِي الزّهْد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪৮১৪ | মুসলিম বাংলা