আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৮০৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৮০৮. হযরত আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। আমাকে উপদেশ দিন। তিনি বললেন। যখন তুমি কোন পাপ কাজ করে ফেল, তখন কোন একটি পুণ্যও করবে যা পাপকে মিটিয়ে দেবে। আবূ দারদা বলেন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। লা-ইলাহা ইল্লাল্লাহ (বলা)ও কি পুণ্য কাজ সমূহের অন্তর্ভুক্ত? তিনি বললেন: তা' সর্বোৎকৃষ্ট পুণ্য কাজ।
(আহমাদ শামর ইবন আতিয়্যার সূত্রে তাঁর কোন এক উস্তাদ থেকে হাদীসটি বর্ণনা করেছেন।)
(আহমাদ শামর ইবন আতিয়্যার সূত্রে তাঁর কোন এক উস্তাদ থেকে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4808- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قلت يَا رَسُول الله أوصني قَالَ إِذا عملت سَيِّئَة فأتبعها حَسَنَة تمحها
قَالَ قلت يَا رَسُول الله أَمن الْحَسَنَات لَا إِلَه إِلَّا الله قَالَ هِيَ أفضل الْحَسَنَات
رَوَاهُ أَحْمد عَن شمر بن عَطِيَّة عَن بعض أشياخه عَنهُ
قَالَ قلت يَا رَسُول الله أَمن الْحَسَنَات لَا إِلَه إِلَّا الله قَالَ هِيَ أفضل الْحَسَنَات
رَوَاهُ أَحْمد عَن شمر بن عَطِيَّة عَن بعض أشياخه عَنهُ