আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৮০৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৮০৭. আহমাদ উত্তম সনদে আবু যর ও মু'আয ইব্‌ন জাবাল (রা)-এর সূত্রে বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) বলেন : হে আবু যর। ছয়দিন অপেক্ষা কর, তারপর তোমাকে যা বলা হবে, তা বুঝতে চেষ্টা কর। যখন সপ্তম দিন। উপনীত হল, তখন তিনি বললেন: আমি তোমাকে উপদেশ দিচ্ছি তোমার গোপনীয় ও প্রকাশ্য কাজে আল্লাহকে ভয় করার জন্যে এবং যখন তুমি কোন মন্দকাজ করে ফেলবে তখন তারপরই (কোন) ভাল কাজও করবে। কারও কাছে কিছু যাঞ্চা করবে না। যদিও তোমার (হাতের) ছড়িটি পড়ে যায় (তাও তুমি কাউকে তুলে দিতে বলবে; বরং নিজেই তুল নেবে এবং কোন আমানত (নিজের কাছে) রাখবে না।
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4807- وروى أَحْمد بِإِسْنَاد جيد عَن أبي ذَر ومعاذ بن جبل رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ سِتَّة أَيَّام ثمَّ اعقل يَا أَبَا ذَر مَا يُقَال لَك بعد فَلَمَّا كَانَ الْيَوْم السَّابِع قَالَ أوصيك بتقوى الله فِي سر أَمرك وعلانيته وَإِذا أَسَأْت فَأحْسن وَلَا تسألن أحدا شَيْئا
وَإِن سقط سَوْطك وَلَا تقبض أَمَانَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান