আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৭০১
অধ্যায়ঃ শিষ্টাচার
শামে (সিরিয়া) আবাস গ্রহণের প্রতি উৎসাহ দান ও শামের (সিরিয়ার) ফযীলত সম্পর্কিত হাদীসসমূহ
৪৭০১. তাবারানীর অপর এক রিওয়ায়াতে আছে, যখন ফিতনা সংঘটিত হবে তখন নিরাপত্তা থাকবে শামে। (আহমাদ হাদীসটি আমর ইবন আস (রা)-এর সূত্রে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي سُكْنى الشَّام وَمَا جَاءَ فِي فَضلهَا
4701- وَفِي رِوَايَة للطبراني إِذا وَقعت الْفِتَن فالأمن بِالشَّام

وَرَوَاهُ أَحْمد من حَدِيث عَمْرو بن العَاصِي
tahqiqতাহকীক:তাহকীক চলমান