আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৭০০
অধ্যায়ঃ শিষ্টাচার
শামে (সিরিয়া) আবাস গ্রহণের প্রতি উৎসাহ দান ও শামের (সিরিয়ার) ফযীলত সম্পর্কিত হাদীসসমূহ
৪৭০০. তাঁরই সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি (স্বপ্নে) দেখলাম, যেন আমার বালিশের নিচ থেকে কুরআনের স্তম্ভ বের করে নেয়া হল। তখন আমি তার পেছনে আমার দৃষ্টি ফেরালাম। তারপর হঠাৎ দেখি, সেটি একটি প্রজ্বলিত নূর, যা শামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হল। জেনে রাখ, যখন ফিতনা সংঘটিত হবে তখন ঈমান থাকবে শামে।
(তাবারানী হাদীসটি 'আল-কাবীর' ও 'আল-আওসাত' গ্রন্থে বর্ণনা করেছেন। হাকিম হাদীসটি বর্ণনা করে বললেনঃ এ হাদীস বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي سُكْنى الشَّام وَمَا جَاءَ فِي فَضلهَا
4700- وَعنهُ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِنِّي رَأَيْت كَأَن عَمُود الْكتاب انتزع من تَحت وِسَادَتِي فَأَتْبَعته بَصرِي فَإِذا هُوَ نور سَاطِع عمد بِهِ إِلَى الشَّام
أَلا وَإِن الْإِيمَان إِذا وَقعت الْفِتَن بِالشَّام

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান