আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৬৯০
অধ্যায়ঃ শিষ্টাচার
ছায়া ও রৌদ্রের মাঝে বসার ব্যাপারে সতর্কীকরণ এবং কিল্লামুখী হয়ে বসার জন্য উৎসাহ প্রদান
৪৬৯০. হযরত আবু হুরায়রা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে কোন বিষয়ের একটি প্রধান আছে। নিশ্চয় মজলিসের সেরা হচ্ছে কিবলামুখী মজলিস।
(তাবারানী হাদীসটি হাসান সনদে বর্ণনা করেছেন।)
(তাবারানী হাদীসটি হাসান সনদে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْهِيب من الْجُلُوس بَين الظل وَالشَّمْس وَالتَّرْغِيب فِي الْجُلُوس مُسْتَقْبل الْقبْلَة
4690- وَعَن أبي هُرَيْرَة أَيْضا رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن لكل شَيْء سيدا وَإِن سيد الْمجَالِس قبالة الْقبْلَة
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن