আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৬৮৯
অধ্যায়ঃ শিষ্টাচার
ছায়া ও রৌদ্রের মাঝে বসার ব্যাপারে সতর্কীকরণ এবং কিল্লামুখী হয়ে বসার জন্য উৎসাহ প্রদান
৪৬৮৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ যখন তোমাদের কেউ ছায়ায় থাকে- অপর এক রিওয়ায়াতে আছে, রোদে থাকে তারপর তার উপর থেকে ছায়া সরে যায়। ফলে তার কিছু অংশ রোদে আর কিছু অংশ ছায়ায় থাকে তবে সে যেন সেখান থেকে উঠে যায়।
(আবূ দাউদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। তবে এ সনদের তাবিজ অজ্ঞাত। হাকিম হাদীসটি বর্ণনা করে বলেনঃ এ এর সনদ সহীহ। হাকিম বর্ণিত হাদীসের পাঠ এরকমঃ "রাসুলুল্লাহ মানুষকে ছায়া ও রোদের মাঝে বসতে বারণ করেছেন।")
(আবূ দাউদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। তবে এ সনদের তাবিজ অজ্ঞাত। হাকিম হাদীসটি বর্ণনা করে বলেনঃ এ এর সনদ সহীহ। হাকিম বর্ণিত হাদীসের পাঠ এরকমঃ "রাসুলুল্লাহ মানুষকে ছায়া ও রোদের মাঝে বসতে বারণ করেছেন।")
كتاب الأدب
التَّرْهِيب من الْجُلُوس بَين الظل وَالشَّمْس وَالتَّرْغِيب فِي الْجُلُوس مُسْتَقْبل الْقبْلَة
4689- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا كَانَ أحدكُم فِي الْفَيْء وَفِي رِوَايَة فِي الشَّمْس فقلص عَنهُ الظل فَصَارَ بعضه فِي الشَّمْس وَبَعضه فِي الظل فَليقمْ
رَوَاهُ أَبُو دَاوُد وتابعيه مَجْهُول وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَلَفظه نهى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن يجلس الرجل بَين الظل وَالشَّمْس
رَوَاهُ أَبُو دَاوُد وتابعيه مَجْهُول وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَلَفظه نهى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن يجلس الرجل بَين الظل وَالشَّمْس